0
shopping-cart ৳0.00 arrow-down 0
Sub total: ৳0.00

Home / Basic Terms & Conditions at Binary Logic

Basic Terms & Conditions at Binary Logic

পন্যের বিবৃতি

  1. বাইনারি লজিক তার ওয়েব সাইটে প্রদর্শিত যেকোনো পণ্যের দাম, স্পেসিফিকেশন, এবং শর্তাবলী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন করার ক্ষমতা রাখেন।  
  2. কোনো টাইপোগ্রাফি বা ফটোগ্রাফিক ত্রুটির জন্য বাইনারি লজিক দায়ী নয়। আমাদের ওয়েব সাইটের সমস্ত ছবি ডিজিটাল ভাবে তৈরি অথবা অন্যান্য ওয়েব সাইট থেকে সংগ্রহ করা হয়েছে। বাস্তব পন্যের সাথে ওয়েব সাইটে প্রদর্শিত পন্যের রঙ, এবং টেক্সচার, আকার ইত্যাদি ভিন্ন হতে পারে।
  3. পন্যের স্টক ও সহজ লভ্যতা পরিবর্তনশীল। বাইনারি লজিক ওয়েব সাইটে কোন পন্য যদি “In Stock” হিসেবে প্রদর্শিত হয় সেই ক্ষেত্রেও পণ্যটি না থাকার ক্ষুদ্র সম্ভাবনা থাকতে পারে। 
  4. মানবীয় ত্রুটি এবং অন্যান্য কারণের কারণে, আমরা গ্যারান্টি দিতে পারি না যে সমস্ত আইটেমের বিবরণ, ফটোগ্রাফ, রেফারেন্স, বিস্তারিত স্পেসিফিকেশন, মূল্য, লিঙ্ক এবং অন্যান্য পণ্য-সম্পর্কিত তথ্য সম্পূর্ণরূপে সঠিক, বাইনারি লজিক এই ত্রুটির জন্য দায়ী নয় ।

 

পেমেন্টের শর্তাবলী

  1. যেকোনো অর্ডারের পেমেন্ট করার আগে আপনার পণ্য টি স্টক এ আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিন।
  2. আমাদের সকল প্রকার ডিজিটাল পেমেন্ট SSLCOMMERZ গেটওয়ের মাধ্যমে হয়ে থাকে।
  3. ডিজিটাল পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে ১০-১৫ কার্য দিবস সময় লাগতে পারে এবং এতে আপনার অতিরিক্ত চার্জও লাগতে পারে, পেমেন্টের সময় নেয়া যেকোনো অতিরিক্ত ফি রিফান্ডের আওতায় আসবে না ।
  4. ডিজিটাল পেমেন্টের সকল  শর্তাবলী এবং অধিকার SSLCOMMERZ সংরক্ষণ করেন ।
  5. যেকোন লেনদেন করার আগে দয়া করে পেমেন্ট শর্তাবলী  বিস্তারিত পড়ুন এবং পাশাপাশি EMI শর্তাবলী, রিফান্ড এবং রিটার্ন পলিসি পড়ুন। 

 

অর্ডার ও ডেলিভারি

  1. আপনার অর্ডারের প্রোডাক্টটি যদি আমাদের স্টকে থাকে এবং আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে অর্ডার টি ৪৮-৭২ ঘন্টার মধ্যে প্রসেসিং করা হবে ৷ আমরা সেইম দিনে যেকোন পণ্য ডেলিভারির নিশ্চয়তা না দিলেও দেশের প্রায় সকল প্রান্তে আমরা পণ্য ডেলিভারি দিয়ে থাকি ।
  2. সাপ্তাহিক ছটি বা বন্ধের দিনে অর্ডার প্রোসেসিং হয় না । বাইনারি লজিক যেকোনো পূর্ব ঘোষণা ছাড়াই আপনার অর্ডার বাতিল করার ক্ষমতা রাখেন। আরও জানতে আমাদের ডেলিভারি সংক্রান্ত শর্তাবলী পড়ুন ।
  3. যদি আমাদের ওয়েব সাইটে তালিকাভুক্ত কোনো পণ্যের টাইপোগ্রাফিক্যাল, তথ্যগত, প্রযুক্তিগত বা অন্যান্য ত্রুটির কারণে ভুল মূল্য থাকে, তাহলে বাইনারি লজিক সেই পণ্যের জন্য যেকোনো অর্ডার প্রত্যাখ্যান বা বাতিল করার এবং অবিলম্বে ভুল তথ্য পরিবর্তন, সংশোধন বা অপসারণ করার অধিকার রাখেন ।

 

ওয়ারেন্টি গ্রহনের শর্তসমূহ

  1. ওয়ারেন্টি সার্ভিস গ্রহণের জন্য গ্রাহক কে পণ্য ক্রয়ের প্রমাণ (চালান, ক্রয় রশিদ) বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে।
  2. ওয়ারেন্টি সম্পন্ন হওয়ার পর যদি পণ্যটি ক্রেতার ঠিকানায় পাঠাতে হয় তার জন্য গ্রাহক কে রিটার্ন শিপিং চার্জ প্রদান করতে হবে ।
  3. বাইনারি লজিক যে কাউকে ওয়ারেন্টি পরিসেবা প্রত্যাখ্যান করার বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে ৷
 

Product Disclaimer: 

Price, specifications, and terms of offers are subject to change without any prior notice. 
  1. BINARY LOGIC is not responsible for typographical and/or photographic errors. All the images shown on our website are either digitally enhanced or taken from different websites. Products' color, size, and texture may differ from what is shown on the website. 
  2. Stock availability is subject to change. If a product is listed as "In Stock" on our website, there is still a chance that the product might already be out of stock.
  3. Due to human error and other determinations, we cannot guarantee that all item descriptions, photographs, compatibility references, detailed specifications, pricing, links, and any other product-related information listed is entirely accurate, complete, or current, nor can we assume responsibility for these errors.

Payment Terms: 

It is highly recommended to make sure of the stock availability before making any payment. Online payment will be received through the SSLCOMMERZ digital payment gateway. Additional gateway charges will be applicable with online payment. If any payment needs to be refunded it may take 10-15 working days and it may even cost you additional charges, additional fees that are deducted during the payment will not be refunded in a refund request. All payment terms and rights will be reserved by SSLCOMMERZ. Please carefully read the PAYMENT TERMS in detail before making any transaction.  Also read EMI Terms, Refund & Return Policy
 

Order & Delivery:

  1. You can expect your order to be processed within approximately 48-72 hours, provided the items are in stock and there are no problems with payment verification. Although BINARY LOGIC does not guarantee same-day shipping we shall strive to do so wherever possible.
  2. Orders are not processed on weekends and holidays.
  3. BINARY LOGIC reserves all right to cancel your order or reverse it without prior notice.
  4. In the event a product listed on our website is labeled with an incorrect price due to some typographical, informational, technical, or other error, BINARY LOGIC shall at its sole discretion have the right to refuse and/or cancel any order for said product and immediately amend, correct and/or remove the inaccurate information.
Also, read the Delivery Terms

Warranty Claim Condition:

  1. The customer needs to provide proof of purchase (invoice, money receipt) to claim a warranty.
  2. Customers will pay return shipping charges for all warranty services.
  3. BINARY LOGIC reserves the right to refuse service to anyone. BINARY LOGIC cannot guarantee the compatibility of items.
  4. Please contact the manufacturer(s) directly if you have issues or concerns regarding compatibility. To know more please follow the below policies.